Thursday, April 17, 2014

A journey by bus

এইসব দিন কাটে 
আমাদের অনুমতি ছাড়া
এইসব রাত কাটে 
শব্দহীন নিদ্রাহীন এপাশ-ওপাশ!

এইসব উত্সব আনন্দহীন উদযাপন 
এইসব মিছিলে শুন্যকরোটি শুন্যহৃদয় 
হাত মুখ দেহ!

সোডিয়াম জোছনায় চরাচর ঢেকে গেলে
একদিন আমিও হারাবো
শুন্যকরোটির মিছিলে!!!

No comments:

Post a Comment